কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও বিয়ারসহ নূরুল কায়েস নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫।
জানা যায়, র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গেল ১২ মে রাত অনুমান ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনার সময় একজন মাদক ব্যবসায়ী কৌশলে বর্ণিত স্থান থেকে পালানোর চেষ্টাকালে র্যাবের আভিযানিক দলের নিকট আটক হয়। এসময় আটককৃত ব্যক্তির নিকট থাকা প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ এবং ৩ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
আটকৃত নুরুল কায়েস (২০) জেলার টেকনাফ উপজেলার জালিয়াপাড়া (শাহ পরীর দ্বীপ) গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি আরো জানায়, বিদেশী বিয়ার ও মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী বিয়ার ও মদসহ র্যাবের আভিযানিক দলের নিকট গ্রেপ্তার হয়।
উদ্ধারকৃত বিদেশী বিয়ার ও মদসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
পিকে/এসপি
#র্যাব-১৫ # অভিযা #কক্সবাজার #মদ-বিয়ার
কক্সবাজারের টেকনাফে
র্যাব-১৫'র অভিযান বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেপ্তার এক
- আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ০৭:৩০:০২ পূর্বাহ্ন