কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার ৭ দিন পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী র্যাব-১১।
রবিবার (৭মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১এর লেঃ কর্ণেল অধিনায়ক মোঃ তানভীর মাহমুদ পাশা। এ ব্যাপারে ৯ আসামির মধ্যে ৩ জন গ্রেফতার করা হয়েছে বলে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দির এলাকায় খুরশিদ মিয়া ছেলে মো.ইসমাইল। একই উপজেলার মনাইরকান্দি এলাকার মো. আক্তার হোসেন শিকদারের ছেলে সোহেল শিকদার, দাউদকান্দি উপজেলা গোপচর এলাকার মৃত বজলুল রহমানের ছেলে শাহ আলম( পা কাটা আলম)।
তাদেরকে সংবাদ সম্মেলনের পরে থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে। র্যাব আরো জানান, বাকি আসামিদের ধরার প্রক্রিয়া চলছে, বাকি আসামিরা সবাই দেশের বাহিরে পলাতক রয়েছে।
পিকে/এসপি
র্যাব- ১১এর সংবাদ সম্মেলন
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার ৩ আসামী গ্রেপ্তার
- আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০১:৩৪:১৫ অপরাহ্ন