মো: এনামুল হক পর্তুগাল থেকে: গত ১৭এপ্রিল সোমবার লিসবনের বাঙালী অধ্যুষিত এলাকার টেষ্ট অব লিসবনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পর্তুগাল শাখা ।
অনুষ্ঠানে পর্তুগাল যুবলীগ নেতা তানভীর আলম জনি’র পরিচালনায় ও অনুপম মেহেদী অনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহাবুব আলম, সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা ও মিজানুর রহমান মাসুদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল বাসিত ও দপ্তর সম্পাদক জাকির হোসাইন। আরও বক্তব্য করেন আওয়ামী লীগ নেতা, অর্থ সম্পাদক আলিম উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল ও জামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকারের তাৎপর্য ও অবদান তুলে ধরেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য স্বীয় অবস্থান থেকে কাজ করার আহ্বান করেন।
তার পূর্বে বক্তব্য করেন পর্তুগাল যুবলীগ নেতা খন্দকার ইউনুস ফাহাদ, মাইনুল ইসলাম রাজন, আনোয়ার হোসেন ভূঁইয়া, জুয়েল রানা প্রধান, জাহিদ হাসান, সাইফুল আলম শামস, শাকের আহমেদ, জাবেদ মাহমুদ; পর্তুগাল ছাত্রলীগ নেতা সাজিন আহমেদ কৌশিক, নোমান হোসেন, একরাম রাজা ও কাওছার আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর সকল স্তরের নেতা ও কর্মীবৃন্দ। একটি সুন্দর ও সুশৃংখল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রধান অতিথি যুবলীগের সকল নেতা ও কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পর্তুগাল যুবলীগ এর কোন কমিটি না থাকা স্বত্বেও এত সুসংগঠিতভাবে সংগঠন পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। পরিশেষে দোয়া ও আগত সকলকে নিয়ে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।
পিকে/এসপি।