ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। সেই সাথে অন্য সময়ের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকাজুঁড়ে যানজট নিত্যদিনেই দেখা যায়।
ঈদকে সামনে রেখে, ঘরমূখী মানুষকে নির্বিঘ্নে সেবা দিতে। যানজট মুক্ত মহাসড়ক উপহার দিতে কাজ করছে সড়ক পরিবহন ও মহাসড়কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। জনবল বাড়ানো হয়েছে গোমতী-মেঘনা ও মেঘনা সেতু টোলপ্লাজায়।
তারই প্রেক্ষিতে আজ বেলা ১২টায় মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা পরিদর্শনে আসেন সড়ক পড়িবহন ও মহাসড়ক সচীব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি বলেন, ঈদে ঘরফেরত মানুষদের যাতে কষ্ট না হয়। সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি।
নারায়ণগঞ্জ সড়ক পরিবহনের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, আমরা যানজট নিরশনে টুলপ্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছি। টোলপ্লাজায় বিভিন্ন লেনে করেছি। কোন লেনে কোন গাড়ী যাবে সে জন্যে সাইনবোর্ড লাগিয়েছি।
মাইকিং করে চালক যাত্রীদের বিভিন্ন দিকর্নিদেশনা দেয়া হচ্ছে সবসময়। এছাড়াও আমরা বিএনসিসির অতিরিক্ত টিম মোতায়েন করেছি। আমরা আশাবাদী এই ঈদে ঘরফেরত মানুষকে যানজট মুক্ত মহাসড়ক উপহার দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক যুগ্মসচীব মনিন্দ্র কিশোর মজুমদার, তত্বাবদায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, উপজেলা আ'লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী' লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব প্রমূখ।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সচীবের নিকট টোলপ্লাজার বিষয়ে বলেন, এখানকার ফ্রাস্টটেক লেনের কোন প্রচারনা নেই বিজ্ঞাপন নেই। তাই চালকরা কীভাবে টাকা প্রে করবে সে বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই।
এই বিষয়ে পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন ও প্রচারনার ব্যবস্থা করা হলে এর সম্পর্কে মানুষ অধিকতর সচেতন হবে। বিষয়টির সাথে সচীব এবিএম আমিন উল্লাহ নূরী সহমত পোষণ করেন। গুরুত্বের সাথে নোট করেন এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
পিকে/এসপি।
ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা পরিদর্শনে সড়ক ও মহাসড়ক সচীব আমিন উল্লাহ নূরী
- আপলোড সময় : ১৯-০৪-২০২৩ ০২:০৬:১১ অপরাহ্ন