প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ আয়োজন করেন।
পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ খাদ্য সহায়তা চালের ব্যাগ তুলে দেন তিনি । এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫ টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়।
এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামি তিন দিন এ কার্যক্রম চলবে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়।এটি নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার।
পিকে/এসপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার চাউল পেল লক্ষ্ণীপুরের ৬ হাজার পরিবার
- আপলোড সময় : ১৪-০৪-২০২৩ ০৪:৫১:১০ অপরাহ্ন