জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ইফতারি সামগ্রী জিলাপিতে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগে মেসার্স জল খাবার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি রং মিশ্রিত জিলাপি জব্দ করে ধ্বংস করা হয়।অন্যায়ভাবে জুতার দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স আরাম সুজ-২ কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যায়ভাবে কাপড়ের দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স মায়ের দোয়া গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী এ সকল কর্মকাণ্ডের অভিযোগে মোট ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলো।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুজ্জামান ও গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিবের নেতৃত্বে একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পিকে/এসপি
গৌরিপুর বাজারে তদারকি অভিযান ৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা | প্রধান খবর
- আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ০৪:১৭:৩৭ অপরাহ্ন