সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারকে অবসর জনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। জনতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল তালুকদারের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকার।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করেছেন, আজকে এই শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
সাধন চন্দ্র সরকারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা
- আপলোড সময় : ২২-০৩-২০২৩ ১০:৩০:৪৮ অপরাহ্ন