যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলার "চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়" পুকুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রদের অংশগ্রহণ বালক-বালিকাদের স্বল্প মেয়াদী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে শাতাধীক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, রুপম সেন গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
পিকে/এসপি