কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদপ্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. নাছির উদ্দিনের ছেলে মো. নজিবুল বশর (সাদ্দাম)।
তরুণ এই রাজনৈতিক (রজনীগন্ধা) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছে। রোববার "প্রধান খবর'-কে দেয়া একান্ত সাক্ষাতকারে সাদ্দাম বলেন, বাবা আ'লীগের রাজনীতি করেছে। বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলো। আমি ওনার পথ ধরেই হাঁটছি।
মানুষের সেবা করা আমাদের পারিবারিক শিক্ষা। ছোটবেলা থেকেই দেখেছি। পরিবারের লোকজন মানুষের বিপদে আপদে এগিয়ে গেছে। এই ইউনিয়নে উনি অনেক উন্নয়ন করেছেন। এবং অনেক কাজ করার স্বপ্নও ছিলো। বাবার রেখে যাওয়া অসম্পন্ন কাজ সম্পন্ন করতে চাই। এবং সেবামূলক কাজগুলো আরো ব্যাপক ভাবে করার জন্যই নির্বাচনে অংশগ্রহন করা।
তিঁনি আরো বলেন, মানুষকে মিথ্যা ও বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না। চেয়ারম্যানের দায়িত্ব কী আমি সেটা জানি। আমি নির্বাচীত হলে সেগুলো পালন করার চেস্টা করবো। দৃষ্টান্ত স্থাপন করবো। মানুষ নতুন কিছু দেখবে। বাবার অনেক কর্মী সমর্থক ছিলো। ওনারা বাবার পাশে যেভাবে ছিলো। আমার পাশে সেভাবে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস ইউনিয়নবাসী বাবার মতো আমাকেও ভোট দিয়ে জয়যুক্ত করবে।
পিকে/এসপি
দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচন
বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই
- আপলোড সময় : ০৬-০৩-২০২৩ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন