পানির সাথে এ কেমন শত্রুতা? পাননছড়িতে উল্টাছড়ি ইউনিয়নের আলীনগর গ্রামে’র মোঃ হাসান আলী’র বাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে কে বা কারা টিউবওয়েলে বিষ প্রয়োগ করে চলে যায়।
আজ (বুধবার) সকালে ওই এলাকার মো: হারুনের স্ত্রী ও তাঁর ছোট মেয়ে প্রতিদিনের মতো খাবার পানি আনতে গিয়ে টিউবওয়েলে চাপ দিলে সাদা রংয়ের পানি বের হয় ও পানি থেকে বিষের দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। ফলে তারা বিষয়টি দ্রুত হাসান আলী’র পরিবারকে জানালে তারা থানায় অবগত করেন।
জানা যায়, ওই এলাকায় পানির সংকট থাকায় সরকারি অর্থায়নে প্রায় ১৮ বছর পূর্বে টিউবওয়েলটি নির্মান করা হয়। যার পানি বর্তমানে নিয়মিত ব্যবহার করছে ২০-২৫ টি পরিবারের মানুষজন।
ওই টিউবওয়েল থেকে প্রতিনিয়ত পানি সংগ্রহ করা পরিবারগুলি জানায়, যে বা যারা এই টিউবওয়েলে বিষ প্রয়োগ করেছে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আর দ্রুতই পানি শোধনের ব্যবস্থা করে আমাদের বাঁচান। কারন এই এলাকায় পানির খুবই সংকট। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ বলেন ঘটনাটি শুনলাম বিষয়টি দ্রুত উৎঘাটনের চেষ্টা চলছে।
পিকে/এসপি
পানির সাথে এ কেমন শত্রুতা!
পানছড়িতে টিউবওয়েলে বিষ
- আপলোড সময় : ০১-০৩-২০২৩ ০৬:৪৬:২৯ অপরাহ্ন