লাউরগড় বিওপির টহল দল ২৬ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৫০০ পিস ভারতীয় সুপারি আটক করে, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
নারায়নতলা বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১,৯০০ গজ ভারতীয় বোরকার থান কাপড়, ১০০ কেজি কিসমিস, ০১টি ইজিবাইক এবং ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ২০ হাজার টাকা।
মাটিরাবন বিওপির টহল দল ঐদিনই মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড় নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। চারাগাঁও বিওপির টহল দল একই তারিখে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি নামক স্থান হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ১২০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার ২শত টাকা। বাগানবাড়ী বিওপির টহল দল ঐদিনই দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ১২৫ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
ট্যাকেরঘাট বিওপির টহল দল ২৭ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ৯০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা।
আটককৃত ভারতীয় সুপারি, কিসমিস, বোরকার থান কাপড়, চিনি, ইজিবাইক এবং মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।
পিকে/এসপি
সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
- আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৬:৩৮:৪১ অপরাহ্ন