আসছে ১৬ মার্চ দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন মুন্সী।
আজ 'প্রধান খবর-কে দেয়া এক সাক্ষাতকারে বিল্লাল হোসেন মুন্সী বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। আর রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। দীর্ঘ রাজনৈতিক সময়ে ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে থাকার চেস্টা করেছি। সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি। মানুষের কল্যান ও ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস করোনার মহামারীর বিপগ্রস্থ সময়ে, আমি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি। এই নির্বাচনে মানুষ আমার পাশে সেভাবেই দাঁড়াবে।
বিল্লাল মুন্সী বলেন, আপনারা জানেন, মহামারীর সময়, ভাই, ভাইয়ের নিকট যায়নি। বাবা সন্তানের নিকট যায়নি। এমন কঠিন সময়ে' আমি ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছি। সহযোগিতার হাত বাড়িয়েছি। নিজ অর্থায়নে ১২শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। এছাড়াও সরকারী বরাদ্ধের চাউল এনে দিয়েছি। ভিজিডি কার্ড, পেগনেন্সি ভাতাসহ ৬৯৪জনকে রেশন কার্ড করে দিয়েছি।
আর এমনসব কর্মকান্ডে জনগণ আমার উপর সন্তুষ্ট। আমার শতভাগ বিশ্বাস জনগণ আমার পাশে আছে এবং নির্বাচনের দিন তাঁদের মূল্যবান ভোটদিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
পিকে/এসপি
করোনার সময়ে ইউনিয়নবাসীর পাশে ছিলাম, নির্বাচনে তাঁরা আমার পাশে থাকবে: বিল্লাল মুন্সী
- আপলোড সময় : ২২-০২-২০২৩ ০৮:৩৫:২৯ অপরাহ্ন