আমার মায়ের ভাষা
এম.আর.মনজু
বাংলা মায়ের সন্তান আমি
বাংলা আমার ভাষা,
অন্য সকল ভাষা হতে
আমার ভাষা খাসা।
কামার,কুমার, জেলে,
তাঁতী কৃষক, চামার,কুলি,
সবার মুখে একই রকম
বাংলা হলো বুলি।
এই ভাষাকে আনতে যাঁরা
জীবন দিয়ে গেলো
শহীদ মিনার স্মৃতির মিনার
একুশেতে এলো।
আন্তর্জাতিক মাতৃভাষা
একুশ ফেব্রুয়ারি
এই ভাষাকে রক্ষা করতে
জীবন দিতে পারি।
পিকে/এসপি