কুমিল্লার তিতাসে মাছিমপুর আর.আর ইনষ্টিটিউশনের উদ্যোগ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮.০০ টায় খালি পায়ে স্কুল প্রাঙ্গণে শহিদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একটি বিশাল র্যালী বের করা হয়।
র্যালীটি স্কুল কম্পাউন্ড থেকে শুরু হয়ে মাছিমপুর বাজার হয়ে খেলার মাঠ ঘুরে পুনরায় স্কুলে এসে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাছিমপুর আর আর ইনষ্টিটিউশনের সভাপতি ও তিতাস উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন বাবুল, মনসুর আলী মেম্বার, মিজান সরকার ও মোঃ জহিরুল ইসলাম প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, সহকারি শিক্ষক আঃ হাই মোল্লা,ফারুক আহমেদ, নাসরিন আক্তার কনা, সালমা বেগম, সেলিম ভূইয়া, শাহিন সাকের প্রমূখ।
পিকে/এসপি
মাছিমপুর আরআর ইনষ্টিটিউশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণাঢ্য র্যালী
- আপলোড সময় : ২২-০২-২০২৩ ১২:৪৪:৩৫ অপরাহ্ন