লামিয়া আক্তার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কচিকাঁচা শিশু কিশোর কিশোরী উৎসাহ উদ্দীপনায় জমকালো আয়োজনের হৈ-হুল্লোড় নেচে গেয়ে বলীঘর আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) কুমিল্লার মুরাদনগর উপজেলা বলীঘর হুজুরীশাহ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী গোলাম সারোয়ার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগরের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, ইরানে তেহরান ইউনোবাসিটি প্রফেসর ডক্টর নূরে আলম মোহাম্মদী, সিভিল ইঞ্জিনিয়ার মোঃ শেখ সোহরাব হোসেন, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রাজাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল, অধ্যক্ষ তাহমিনা বেগম, ইউপি সদস্য আতাউর রহমান রিপন, মোঃ দুলাল, মোঃ অলি উল্লাহ, সমাজ সেবক গোলাম মোস্তফা, কুরআন শরীফ তেলোয়াত করেন হাফিজুল ইসলাম, ছাত্র ছাত্রীদের শ'পথ বাক্য পাঠ করান জাহিদ চৌধুরীসহ আরো অনেকে।