রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস
বসন্তকালের প্রথম মাস ফাগুনের শুরুর দিন আজ মঙ্গলবার। অন্যদিকে একইদিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় যুগলদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো রাজধানী।

এদিন মেয়েদের পরনে শাড়ি, মাথায় টিয়ারা আর ছেলেদের পাঞ্জাবি পড়ে ঘুরতে দেখা গেছে। আর ভালোবাসার প্রতীক হিসেবে মেয়েদের হাতে দেখা গেছে গোলাপ ফুল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর টিএসসি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দেখা যায়, রিক্সায় বা পায়ে হেঁটে হাত ধরা অবস্থায় যুগলদের গন্তব্য যেন এসে থেমেছে টিএসসি মোড়ে। তাদের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখা গেছে হলুদ বা লাল রঙের শাড়িতে। আর মাথায় ছিল টিয়ারা আর হাতে গোলাপ। আর ভালোবাসার সেই প্রেমিক পুরুষকেও দেখা গেছে হলুদ বা সাদা পাঞ্জাবিতে। টিএসসি নেমে অধিকাংশকেই বইমেলায় প্রবেশ করতে দেখা গেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেখা গেছে, বসন্ত বরণে নানা আয়োজন করা হয়েছে। সেখানে নারীদের মুখে বাহারি রং লাগিয়ে বসন্ত উদযাপনে মেতে উঠতে দেখা যায়। বসন্তকে উদযাপন করতে 'বসন্ত উৎসব ১৪২৯' এর ব্যানারে একটি ফটো ফ্রেমও তৈরি করা হয়েছে। সেখানে নারীদের ছবি তুলতেও দেখা গেছে। উচ্ছ্বসিত নারীদের দেখে মনে হয়েছে, তারা যেন ভালবাসার দেবীরূপে আবির্ভূত হয়েছেন।

এক যুগলদের মধ্যে সানজানা বলেন, আমরা ভালবাসা দিবসে ইউজ টু। প্রতিবছরই ভালোবাসা দিবসে আমরা এখানে আসি। আজকে সারাদিন আমরা ঘুরবো, একসঙ্গে খাব। সাধারণ দিনগুলোতে আমাদের ক্লাস এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। যার ফলে আমরা এতটা ঘোরার সুযোগ পাই না।

এরই ফাঁকে যুগলের আরেক অংশ বলেন, আজকে আমাদের পঞ্চম বসন্ত চলছে। অর্থাৎ তাদের এই ভালোবাসার সূচনা হয়েছিল বছর পাঁচেক আগে।

ভালোবাসা শুরুর গল্প বলতে গিয়ে সানজানা বলেন, ও আমার ডিপার্টমেন্টের সিনিয়র। পরিচয়টা ফেসবুকে হয়েছিল। একটা বিষয়ে কথা বলতে গিয়ে আস্তে আস্তে আমরা পাঁচ বছর কাটিয়ে ফেলেছি। আমাদের প্রথম ফাল্গুনটা অনেক সুন্দর ছিল।

আরেক যুগল থেকে জাহিদ বলেন, বসন্ত সব সময় আসে না। আজকে ভালোবাসা দিবস একইসঙ্গে বসন্ত। তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে দিনটি কাটাতে চাই। বসন্ত চলে এসেছে। এখন সবকিছুই নিজেকে নতুনভাবে রাঙিয়ে তুলবে। আমরাও নিজেদের নতুনভাবে রাঙাতে চাই।

যুগলদের ভিড়ে অনেকেই একা বা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তাদের মধ্যেও এক ধরনের আক্ষেপ দেখা গেছে। অপেক্ষায় রয়েছেন কখন তার ভালবাসার মানুষটি আসবে, তার হাত ধরে ঘুরবে। একইসঙ্গে ভালবাসা দিবস ও বসন্ত কাটাবে।

বান্ধবিদের সঙ্গে ঘুরতে আসা অন্তরা ঢাকা পোস্টকে বলেন, আমি আজকে বসন্তের রঙে সেজেছি। আলহামদুলিল্লাহ বান্ধবিদের সঙ্গে আমার বসন্তের দিনটি ভালো কাটছে। সারাদিন বান্ধবিদের সঙ্গে নিয়ে খাব, ঘুরবো, ছবি তুলবো। আমি চাই সবার বসন্ত ভালো কাটুক। একইসঙ্গে আজকে ভালোবাসা দিবস, তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে তাদের দিনটিও ভালো কাটুক।

কখনো ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে বের হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনে এখনো ভালোবাসার মানুষ আসেনি। যদি কখনো আসে, তবে অবশ্যই বের হব। একইসঙ্গে ভালোবাসার মানুষ হিসেবে বাবা-মা তো আছেন তাদের সঙ্গেও সময় কাটাবো।

এদিকে আজ একই দিনে বসন্তের সঙ্গে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ মিলেমিশে এক হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। আর সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি।

একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি একাকার আজ। তেমনি শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে ব্যস্ত প্রকৃতি। প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুন রাঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।

এনডি/প্রিন্স
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?