বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস

বসন্ত-ভালোবাসায় যুগলদের পদচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস
বসন্তকালের প্রথম মাস ফাগুনের শুরুর দিন আজ মঙ্গলবার। অন্যদিকে একইদিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় যুগলদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো রাজধানী।

এদিন মেয়েদের পরনে শাড়ি, মাথায় টিয়ারা আর ছেলেদের পাঞ্জাবি পড়ে ঘুরতে দেখা গেছে। আর ভালোবাসার প্রতীক হিসেবে মেয়েদের হাতে দেখা গেছে গোলাপ ফুল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর টিএসসি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দেখা যায়, রিক্সায় বা পায়ে হেঁটে হাত ধরা অবস্থায় যুগলদের গন্তব্য যেন এসে থেমেছে টিএসসি মোড়ে। তাদের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখা গেছে হলুদ বা লাল রঙের শাড়িতে। আর মাথায় ছিল টিয়ারা আর হাতে গোলাপ। আর ভালোবাসার সেই প্রেমিক পুরুষকেও দেখা গেছে হলুদ বা সাদা পাঞ্জাবিতে। টিএসসি নেমে অধিকাংশকেই বইমেলায় প্রবেশ করতে দেখা গেছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেখা গেছে, বসন্ত বরণে নানা আয়োজন করা হয়েছে। সেখানে নারীদের মুখে বাহারি রং লাগিয়ে বসন্ত উদযাপনে মেতে উঠতে দেখা যায়। বসন্তকে উদযাপন করতে 'বসন্ত উৎসব ১৪২৯' এর ব্যানারে একটি ফটো ফ্রেমও তৈরি করা হয়েছে। সেখানে নারীদের ছবি তুলতেও দেখা গেছে। উচ্ছ্বসিত নারীদের দেখে মনে হয়েছে, তারা যেন ভালবাসার দেবীরূপে আবির্ভূত হয়েছেন।

এক যুগলদের মধ্যে সানজানা বলেন, আমরা ভালবাসা দিবসে ইউজ টু। প্রতিবছরই ভালোবাসা দিবসে আমরা এখানে আসি। আজকে সারাদিন আমরা ঘুরবো, একসঙ্গে খাব। সাধারণ দিনগুলোতে আমাদের ক্লাস এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। যার ফলে আমরা এতটা ঘোরার সুযোগ পাই না।

এরই ফাঁকে যুগলের আরেক অংশ বলেন, আজকে আমাদের পঞ্চম বসন্ত চলছে। অর্থাৎ তাদের এই ভালোবাসার সূচনা হয়েছিল বছর পাঁচেক আগে।

ভালোবাসা শুরুর গল্প বলতে গিয়ে সানজানা বলেন, ও আমার ডিপার্টমেন্টের সিনিয়র। পরিচয়টা ফেসবুকে হয়েছিল। একটা বিষয়ে কথা বলতে গিয়ে আস্তে আস্তে আমরা পাঁচ বছর কাটিয়ে ফেলেছি। আমাদের প্রথম ফাল্গুনটা অনেক সুন্দর ছিল।

আরেক যুগল থেকে জাহিদ বলেন, বসন্ত সব সময় আসে না। আজকে ভালোবাসা দিবস একইসঙ্গে বসন্ত। তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে দিনটি কাটাতে চাই। বসন্ত চলে এসেছে। এখন সবকিছুই নিজেকে নতুনভাবে রাঙিয়ে তুলবে। আমরাও নিজেদের নতুনভাবে রাঙাতে চাই।

যুগলদের ভিড়ে অনেকেই একা বা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তাদের মধ্যেও এক ধরনের আক্ষেপ দেখা গেছে। অপেক্ষায় রয়েছেন কখন তার ভালবাসার মানুষটি আসবে, তার হাত ধরে ঘুরবে। একইসঙ্গে ভালবাসা দিবস ও বসন্ত কাটাবে।

বান্ধবিদের সঙ্গে ঘুরতে আসা অন্তরা ঢাকা পোস্টকে বলেন, আমি আজকে বসন্তের রঙে সেজেছি। আলহামদুলিল্লাহ বান্ধবিদের সঙ্গে আমার বসন্তের দিনটি ভালো কাটছে। সারাদিন বান্ধবিদের সঙ্গে নিয়ে খাব, ঘুরবো, ছবি তুলবো। আমি চাই সবার বসন্ত ভালো কাটুক। একইসঙ্গে আজকে ভালোবাসা দিবস, তাই ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে তাদের দিনটিও ভালো কাটুক।

কখনো ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে বের হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনে এখনো ভালোবাসার মানুষ আসেনি। যদি কখনো আসে, তবে অবশ্যই বের হব। একইসঙ্গে ভালোবাসার মানুষ হিসেবে বাবা-মা তো আছেন তাদের সঙ্গেও সময় কাটাবো।

এদিকে আজ একই দিনে বসন্তের সঙ্গে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ মিলেমিশে এক হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। আর সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি।

একদিকে বাসন্তী রঙ, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি একাকার আজ। তেমনি শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে ব্যস্ত প্রকৃতি। প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুন রাঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।

এনডি/প্রিন্স
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ