বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

শিশুকালে হাড় শক্ত করতে চাই ‘ক্যালসিয়াম’

শিশুকালে হাড় শক্ত করতে চাই ‘ক্যালসিয়াম’
এ কে এম রাশেদ শাহরিয়ার : শিশু ভূমিষ্ঠের পর সে থাকে পরনির্ভরশীল। খাওয়া-ঘুম এমনকি দৈনন্দিন কাজে অন্যের সাহায্য ছাড়া তার এক মুহুর্তও চলে না। জীবন চক্রের এই অতি সত্য যেন চিরন্তন। সেটা যেমন মানব শিশুর বেলায় সত্যি তেমনি যেকোনও নতুন শুরুর বেলায়ও সত্যি। বাণিজ্য প্রতিদিন এর শিশুকাল চলছে। ২০২০ সালের করোনার দুর্বিষহ সময়কে একপাশে রেখেই সাহসী যাত্রা করে দৈনিক বাণিজ্য প্রতিদিন। ভূমিষ্ঠ হওয়া যেমন সাহসী ছিল পথচলা ততটা সহজ ছিল না সদ্যজাত এই শিশুর। নানান কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্রমেই হামাগুড়ি দিয়ে নিজের অবস্থান জানান দিতে থাকে। ইতেমধ্যেই দাঁড়াতে শিখে গেছে। কিছুটা হাঁটার চেষ্ঠা চলছে। গতকাল দুই বছর পূর্ণ করে আজ পা রাখল তিন বছরে। এই পথ চলায় অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সে হাত ধরে বাণিজ্য প্রতিদিন ক্রমশ: নিজের অভীষ্ঠ লক্ষ্যপানে ছুটে চলেছে। ইতোমধ্যে পত্রিকাটি সরকারি মিডিয়াতালিকাভূক্ত হয়েছে। নিজেদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। পত্রিকার অনলাইন ভার্সন মুহুর্তেই লাখো পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে ‘যখনকার খবর তখন’। যারা পত্রিকা পাচ্ছেন না বা কিনতে পারেন না তাঁরাও চাইলে ই-পেপারে দেখে নিতে পারেন তরতাজা খবরের আপডেট। মাত্রই ভূমিষ্ঠ হওয়া শিশুর জন্য বিজ্ঞাপন ‘উপহার’ এর ডালি নিয়ে হাজির হয়েছেন কেউ কেউ। প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য হলেও আমরা হৃদয় দিয়ে ভালোবাসার এই উত্তাপ গ্রহণ করেছি। সে ভালোবাসা আমাদের শক্তি যুগিয়েছে, মনোবল বাড়িয়েছে, সাহস যুগিয়েছে। সে ভালোবাসায় আমরা নিজেদের শাণিত করেছি। প্রাণিত হয়েছে আমাদের হৃদয়। মাত্রই পথ চলতে শুরু করা এই পত্রিকাটির কণ্ঠরোধের চেষ্টা হয়েছে। যন্ত্রণার ফাঁদ আমাদের স্মম্ভিত করেছে, তবে আমরা স্তব্ধ হইনি। মহান সৃষ্টিকর্তা, মহাপ্রভু আল্লাহ আমাদের পথবিচ্যুত করেননি। কোনও লোভ আমাদের প্রবঞ্চনায় ফেলতে পারেন নি। এসব সম্ভব হয়েছে, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গড়া প্রতিভাবান একটি টিমের কারণে। এখানে আমার অবদান খুবই সামান্য-তুচ্ছ। দুই বছরের পথ চলায় যত সাফল্য সবকিছুর ভাগিদার পুরো টিম। যা কিছু করতে পারিনি তার দায়ভার আমার। আমার সৌভাগ্য এরকম একটি টিমতে নেতৃত্ব দেয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। কালের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই। আমাদের ‘ফুট প্রিন্ট’ পরবর্তী প্রজন্মের জন্য আশার আলো হবে, অন্ধকার পথের দিশা হবে এটাই আমাদের নিত্যদিনের আরাধনা। গত দুই বছরে যারা আমাদের ভালোবেসে পাশে ছিলেন, সেসকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীদের নিকট আমাদের আজীবন ঋণ। এই ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞতা সকল প্রতিষ্ঠানের পিআরডি ডিভিশনের সংশ্লিষ্টদের প্রতি। এই মানুষগুলো কোনও রকম বিরক্তি ছাড়াই দিনরাত কাজ করেন। তাঁদের দেখে আমি উৎসাহ পাই। তাঁদের ডেডিকেশন থেকে আমি অনুপ্রেরণা খুঁজি। বাণিজ্য প্রতিদিন আজ তৃতীয় বছরে পা রাখল। প্রতিষ্ঠানাটি এখনও শিশু। শিশুর হাড় শক্ত হতে যেমন লাগে ক্যালসিয়াম। তেমনি বাণিজ্য প্রতিদিনের হাড় শক্ত হওয়ার জন্য ক্যালসিয়াম দরকার। আমাদের কাছে এই ক্যালসিয়ামের নাম তথ্য। যেসকল তথ্য জনসম্মখে আনা দরকার নির্ভাবনায় সেসকল তথ্য আমাদের দিতে পারেন। আমরা সাহসের সাথে সেকল তথ্য যাচাই-বাছাই শেষে নির্ভুল সংবাদ আকারে জনগণের সামনে নিয়ে আসতে চাই। রক্ত ছাড়া যেমন যেমন মানুষের জীবন বাঁচে না। তেমনি রক্ত ছাড়া একটি পত্রিকার বেঁচে থাকা সম্ভব নয়। ‍আমাদের কাছে এই রক্তের নাম বিজ্ঞাপন। আগামীদিনের পথ চলায় আপনারা বাণিজ্য প্রদিতদিনকে আপনাদের ভালোবাসায় রাখবেন। এই বিশ্বাসের মূল আমাদরে হৃদয়ের অনেক গভীরে প্রোথিত। লেখক: সম্পাদক, বানিজ্য প্রতিদিন
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ