ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারেে দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সারে চারটায় এনসিপি যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম হানিফের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্টেশনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে, মিছিলটি গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী কলেজের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করেন।
এতে বক্তব্য রাখেন, যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম হানিফ, উপজেলার আহ্বায়ক আবুল হাছনাত বাবুল, যুগ্ম আহ্বায়ক ফারুক খন্দকার, এনসিপিনেতা নবীর বেপারী, আব্দুর রাজ্জাক ও রাসেল সরকার প্রমূখ।
পিকে/এসপি
হাদী হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুব শক্তির হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৭:১৫:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক