বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দাউদকান্দি উপজেলা শাখার অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বসির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, ড্যাব কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া মাহমুদ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান,
কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুমিল্লার সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী নোমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দাউদকান্দি শাখার সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
পিকে/এসপি
