কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে স্ব পদে বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিষয় বিবেচনা করে রোমান খন্দকারের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুবদল। ফলে তিনি আগের মতো দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের কাছে সদস্যপদ ফিরে পাওয়ার অনুভূতি জানতে চাইলে প্রথমেই রোমান খন্দকার বলেন , ‘আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি।
আমাদেরকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, রোমান খন্দকার দীর্ঘ সময় সফলতার সহিত দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন । পরবর্তীতে তাকে দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব নির্বাচিত করা হয় ।
পিকে/এসপি
দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক