কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘রান উইথ বাহলুল’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় কয়েক হাজার নেতাকর্মীসহ জামায়াত সমর্থিত জনতার ঢল নামে।
আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেল৪টায় দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের সামনে থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে শুরু করে পদযাত্রাটি পৌরসদর বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা প্রদক্ষিণ করে বিশ্বরোডে গিয়ে সমাপ্ত হয়। দীর্ঘ রাস্তাজুড়ে অংশগ্রহণকারীদের ঢল, জনসমাগম ও দাঁড়িপাল্লা স্লোগানে মূখরীত হয় চারিপাশ।
মিছিলে মিছিলে উৎসবে পরিনত হয় সড়ক মহাসড়ক। রান উইথ বাহলুল কর্মসূচিতে পৌর আমির আবুল কাশেম প্রধানীয়ার সভাপতিত্বে পদযাত্রা শেষে মডেল মসজিদ চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা–১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোখলেসুর রহমান, নায়েবে আমির শরীফ মু. রোকনউদ্দিন, উপজেলা সেক্রেটারি মু. মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি মাওলানা শাজাহান তালুকদার,
যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান আরিফ, সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, পৌরসভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি কমরেড রোবেল প্রমূখ।
পিকে/এসপি
দাউদকান্দিতে জামায়াতের ‘রান উইথ বাহলুল’ পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
- আপলোড সময় : ০৩-১২-২০২৫ ১০:২৪:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক