"পুলিশের ডিআইজি হলেন কুমিল্লা দাউদকান্দির হাসান বারী নূর। তিনি দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দির সন্তান। এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে এই পদোন্নতি দেয়া হয়। দাউদকান্দির হাসান বারী নূর তাদের একজন। পুলিশ বিভাগে ডিআইজি হাসান একজন সজ্জন, পেশাদার, দক্ষ, জনবান্ধন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত।
তিনি ২০তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০০১ সালে পুলিশে যোগদান করেন। তারপর তিনি দেশের বিভিন্ন জায়গা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, র্যাব, এপিবিএনসহ নানা দায়িত্ব পালন করেছেন।
ডিআইজি হাসান বারী নূর বিদেশের মাটিতেও দেশের হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গো, দারফুর এ শান্তি রক্ষায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদোন্নতির বিষয়ে হাসান বারী নূর বলেন, পেশাগত এই পদোন্নতি আমার দায়িত্ব পালনে আরো বেশি জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়িয়ে দিয়েছে। তাই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবো।
পিকে/এসপি
ডিআইজি পদোন্নতি পেলেন দাউদকান্দির কৃতীসন্তান হাসান বারী নূর
- আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫২:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক