শেখ ফরিদ প্রধান:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আলোকিত মানুষ ফিরোজ সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান। কর্মজীবনে, সততা, আদর্শ, কর্মদক্ষতা আর বিচক্ষণতা তাকে নিয়ে গেছে অনেক দুর।
নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকার ইতঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ছিলেন। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।
ফিরোজ সরকার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের ভবানীপুর গ্রামের সরকার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তাঁর বাবা মরহুম আর্শ্বাদ সরকার, মা মরহুমা মমতাজ বেগম। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট।
তিনি মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাঁরা ৩ ভাই সবাই সমাজের আলোকিত মানুষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। বড় ভাই মো: নজরুল ইসলাম (বিএসসি, বিএড) মতলবের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক ছিলেন।
মেজ ভাই মো: মাজহারুল হক বাবুল এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটান পুলিশের গুলশান বিভাগে কর্মরত আছেন।
পিকে/এসপি
