দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, দাউদকান্দির ৩টি বড় বাজার (দাউদকান্দি, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ) রয়েছে। বাজারের অনেক যায়গা দখল হয়ে গেছে। কিছু সংখ্যক লোক এগুলো দখল করে রেখেছে। ৩টি বাজারকে দখলমুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাজারগুলো দিয়ে এখন আর জনগণ ঠিকমতো চলাফেরা করতে পারছেনা। আপনার সহযোগিতা চাচ্ছি।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এই বিষয়ে আপনার সু-দৃষ্টি কামনা করছি।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর দাউদকান্দি উপজেলায় আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, আপনি জানলে অবাক হবেন, কুস্তীতে বাংলাদেশে চ্যাম্পিয়ন দাউদকান্দি, দাউদকান্দি কাবাডি টিম বাংলাদেশ চ্যাম্পিয়ন, মাছ উৎপাদনে কুমিল্লায় চ্যাম্পিয়ন, ভূট্টা উৎপাদনে কুমিল্লায় আমরা চ্যাম্পিয়ান এবং স্বাস্থ্য সেবায় কুমিল্লায় চ্যাম্পিয়ানসহ আরো অনেক সফলতা আমাদের রয়েছে।
আজকে আপনি আমাদের সাথে মতবিনিময় করার জন্য সময় দিয়েছেন। আমরা গর্বিত। এর মাধ্যমে জনগণের সমস্যাসহ বিভিন্ন বিষয় জানতে পেরেছেন। দাউদকান্দিবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূঞা, কৃষি কর্মকর্তা শেখ বিবুল হোসেন, ডা: মো. তৌহিদ আল হাসান, ইউপি চেয়ারম্যান নোমান সরকার, বাসুদেব ঘোষ, সাংবাদিক হাবিবুর রহমান, গোরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, কামরুল হাসান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম।
এমএফডি/প্রিন্স
দাউদকান্দির ৩টি বড় বাজার দখল মুক্ত করতে জেলা প্রশাসকের সহযোগিতা প্রয়োজন : মোহাম্মদ আলী
- আপলোড সময় : ০৬-০২-২০২৩ ০১:৪৯:০৫ অপরাহ্ন