কুমিল্লার দাউদকান্দি মদিনাতুল উলূম কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গেল (২৮অক্টোবর ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মাওলানা আবুল বাশার এবং দাতা সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান। এতে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রহুল আমিনকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ কমিটি আগামী ছয় মাস কার্যকর থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করতে হবে।
মাদরাসার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রহুল আমীনসহ আরও অনেকেই নবগঠিত এই কমিটির সভাপতি, দাতা সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি মাদরাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পিকে/এসপি
মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার কমিটিতে সভাপতি মাও: আবুল বাশার, দাতা সদস্য রবিন চৌধুরী
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন
