আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১ সংসদীয় আসনে দাউদকান্দির সাথে তিতাস উপজেলাকে পুনর্বহাল করার দাবিতে খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্টেশনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি সৈয়দ জাহিদুল ইসলামে পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা মহানগর সভাপতি ও কুমিল্লা- ১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রর্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও আবু বকর সিদ্দিকী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাও দেলোয়ার হোসেন সাইফী, তিতাস উপজেলা সভাপতি মাও নূরুল ইসলাম সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের জামাল বলেন, দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা ১ আসন পূর্ব নির্ধারিত থাকলেও সরকার তিতাস উপজেলাকে কুমিল্লা ২ হোমনার সাথে দিয়ে মেঘনা উপজেলাকে কুমিল্লা ১ তথা দাউদকান্দির সাথে দিয়ে দেয়া হয়েছে।
অথচ ভৌগোলিক ভাবে বা যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে এটা কোন ভাবেই যথাযথ নয়। এমনকি মেঘনা উপজেলার সাথে দাউদকান্দির কোন সড়ক যোগাযোগই নেই। ভোটার সংখ্যা বিবেচনা করলেও এটি সঠিক সিদ্ধান্ত বলা যায় না।
এমনটি হলে উন্নয়ন ব্যহত হবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যাবে। সুতরাং দেশ ও জনগণের স্বার্থে তিতাস উপজেলাকে কুমিল্লা ১ এ পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।
পিকে/এসপি