প্রখ্যাত ভাষা সৈনিক, আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও একুশে পদক প্রাপ্ত ড. জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩০ জুলাই) সকালে দাউদকান্দি উপজেলা গলিয়ারচর ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার আব্দুর রশিদের সঞ্চালণায় ও প্রতিষ্ঠানটি নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, জিংলাতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আসাদুজ্জামান মহসিন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গৌরীপুর ও জিংলাতলী ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিকে/এসপি
দাউদকান্দিতে ভাষা সৈনিক ড. জসিম উদ্দিন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া
- আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১১:৪৫:২৪ অপরাহ্ন
