সিঙ্গাপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৫”। গেল ২০ জুলাই রাতে সিঙ্গাপুর এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়, ২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে সিঙ্গাপুর থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ ১.৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য “হো ল’ কর্পোরেশন”-কে “সেরা রেমিটার্স ২০২৫” সম্মাননায় ভূষিত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন হোল’ কর্পোরেশনের ম্যানেজার, কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কৃতিসন্তান, সিঙ্গাপুরস্থ ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বাবুল খন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, দৈনিক বণিক বার্তা-এর ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ডিং পরিচালক মনজুর হোসাইন।
এছাড়াও সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
সিঙ্গাপুরে সেরা রেমিটার্স সম্মাননায় ভূষিত হলেন হোল’ কর্পোরেশন”
- আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৬:৩৮:১৭ অপরাহ্ন
