কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত।
গতকাল বিকেলে নবনির্বাচিত সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরীর ও সাধারন সম্পাদক মেহেদী হাসান মিহাদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
আনন্দ মিছিলে কয়েক শতাধীক ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
পিকে/এসপি
দাউদকান্দিতে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আনন্দ মিছিল
- আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১০:১৫:৫৭ অপরাহ্ন
