"আমি অবিরত তোর চোখে
সাঁতার কেটেই যাচ্ছি.....
খুঁজছি তোর চোখের নীল,
দৃষ্টির আড়ালে থেকেও বসত করিস
দৃষ্টি জুড়ে অমলিন।
কোথায় বাস তোর
ভুলে যাস কেন বারং বার,
মনের বাড়িতে আছিস তুই
আমি শুধু নেই আমার।
আমি অবিরত তোর
নীলাভ দুয়ারে আসি আর যাই...
শুধু তোর অগোচরে
একটু জায়গা নিতে চাই।
আমি তোকে একটু পেতে চাই
দিতে চাই অনেকখানি নীল
ভালোবাসি বলে ভালোবাসা দিয়ে
মনকে রাঙাতে চাই নীলাভ বরনে,
পৃথিবীর সকল নীল নিয়ে
রাঙ্গিয়ে দিব তোর নীলাভ চরনে।
আমি অবিরত সাঁতার কাটি
তোর ভেজা নীল নয়নে,
আমি অবিরত বিচরন করি
তোর অশান্ত নীল মননে।
দৃষ্টির আড়ালে থেকেও
সুখে, দুঃখে হাসি আর ভাসি
ভালোবাসার দূরত্বেও এতো সুখ
জেনেছি তা তোকে ভালোবেসে
তোকে ভালোবেসে...।।
নীলাভ ভালোবাসা
🖊️রেবেকা রেবা।