" খরিপ-১ মৌসুমে উফশী আউশ, ফসল উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৫টি ইউনিয়নের ৪০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি কার্যালয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কিষান-কিষানিদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ জন প্রতি ৫ কেজি, সার ডিএপি ও এমওপি ১০ কেজি করে দেয়া হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ মাহমুদ, মোহাম্মদ খোরশেদ আলম উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মো. মনিরুজ্জামান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এসএম জাহাঙ্গীর আলম সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এবছর আউস ধানের বীজ ও সার কৃষকদের দেয়া হয়েছে। আমরা আশাবাদী কৃষকরা এতে উজ্জীবিত হয়েছে। এবং ধান উৎপাদনে আরো বেশি ভূমিকা রাখবে।
পিকে/এসপি
বিনামূল্যে সার ও বীজ পেলো দাউদকান্দির ৪০০ কৃষক"
- আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১১:৫২:৫৭ পূর্বাহ্ন
