আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনির, সংগঠনের দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার, অর্থ সম্পাদক এনায়েত খান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আহাদ। ক্লাবের সদস্য ,শেখ নাদিম, সোয়ায়েব ইসলাম সোহেল ,
জাকির হোসেন জিকু , আল-আমিন, হালিমা খাতুন। সময় প্রবীর চৌধুরী রিপন বলেন আমাদের এই রমজান মাসে অঙ্গীকার হউক ফ্যাসীবাদ মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা।
"সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের কল্যাণে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।" ক্লাবের সিনিয়র সভাপতি বলেন, "প্রতিবছর আমাদের ক্লাব সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকে। এটি আমাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।" অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কিছু পাঞ্জাবি উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০১:৫৭:১০ অপরাহ্ন
