"রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সন্মানে দাউদকান্দিতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার গ্রেট সুলতান পার্টি সেন্টার এই অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও. মো. ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক, মাওলানা মাসউদুর রহমান খান, কুমিল্লা উত্তর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী।
অনুষ্ঠানে জামায়াতে ইসালামী দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মু. মনিরুজ্জামান, তিতাস উপজেলা শাখার সেক্রেটারি সালাহ উদ্দিন সরকার।
পিকে/এসপি