রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

মক্তব: আদর্শ মানুষ তৈরির সূতিকাগার ও জ্ঞানের প্রথম দরজা

মক্তব: আদর্শ মানুষ তৈরির সূতিকাগার ও জ্ঞানের প্রথম দরজা
"ঘড়ির কাঁটা তখন সকাল ৬টা ৩০-এ। মসজিদের মাইকে ভেসে আসছে পরিচিত কিছু শব্দ—“মক্তবের সকল শিক্ষার্থী আরবী শিক্ষার জন্য দ্রুত মসজিদে চলে আসো। অভিভাবকরা আপনাদের সন্তানদের দ্রুত মসজিদে পাঠান।” ইমাম সাহেব বারবার উচ্চারণ করছেন এই আহ্বান।

ফজরের নামাজ মাত্র শেষ হয়েছে। জায়নামাজেই বসা ছিলাম। মাইকের সেই ডাক কানে আসতেই স্মৃতির দরজা খুলে গেল। আমাদের গ্রামে তখন একটাই মসজিদ ছিল। শীতের কুয়াশা উপেক্ষা করে ঘুম ঘুম চোখে ছুটে যেতাম মক্তবে। আর এই পুরো আয়োজনের প্রধান সংগঠক ছিলেন মা।

ফজরের নামাজের পর মা আমাদের তৈরি করে দিতেন, হাতে ধরিয়ে দিতেন কখনো পোড়া আলু, কখনো বিস্কুট বা মুড়ি। সেই খাবার মুখে দিয়ে দৌড়ে যেতাম মসজিদে, যেখানে অপেক্ষা করতেন হুজুর ও আমাদের সহপাঠীরা। কিন্তু মাঝে মাঝে কুয়াশার চাদরে মোড়ানো সকাল, কিংবা ঝুম বৃষ্টি আমাদের অলস করে দিত।

তখন নানা অজুহাত তৈরি করতাম— শরীর ভালো লাগছে না, পেটব্যথা করছে। কিন্তু মা ছিলেন কঠোর। মক্তবে যেতেই হবে! কখনো আদর করে, কখনো শাসন করে আমাদের নিয়ে যেতেন তিনি।

মক্তব: এক টুকরো স্বর্গ: মক্তবে আমাদের সমাজের প্রায় সব ছেলে-মেয়েরা আসত। সেখানে আলাদা গ্রুপ ছিল—
• যারা সূরা ও কায়দা পড়ত,
• যারা আলিফ-লাম-মীম শিখত,
• আর যারা পুরো কুরআন পড়ত, তারা ছিল সবার সিনিয়র। কুরআন শেখার আনন্দ ছিল একেবারে ভিন্ন। কোনো শিক্ষার্থী যখন কুরআন শুরু করত, পুরো মক্তব যেন উৎসবের আবহে ভরে যেত।

কারণ, কুরআন শেখার প্রথম দিনে তাকে বিস্কুট নিয়ে আসতে হতো। তখনকার সবচেয়ে জনপ্রিয় বিস্কুট ছিল “সুপার বিস্কুট”। আমরা সবাই মুখিয়ে থাকতাম, কখন নতুন কেউ কুরআন শুরু করবে, আর আমরা ভাগে ভাগে বিস্কুট পাবো!

মক্তবে আমাদের মধ্যে ছিল শৃঙ্খলা, পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে শিখতাম। ছোটবেলা থেকেই শিখতাম শ্রদ্ধা, শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতা।

মক্তব: জ্ঞানের প্রথম পাঠশালা:  মক্তব শুধু কুরআন শেখার জায়গা নয়, এটি আমাদের জীবনের প্রথম শিক্ষালয়। এখানে আমরা শিখেছি— • কুরআন মাজিদ, সূরা, কিরাত, দোয়া-দরুদ ও আদব-কায়দা
• সততা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও আদর্শ জীবনযাপন
• বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা • সহমর্মিতা ও দলবদ্ধভাবে চলার শিক্ষা আমাদের জীবনের প্রথম শিক্ষা শুরু হয়েছিল মক্তবে, আর সেটাই আজও পথ দেখায়। মক্তবে পড়া শিক্ষার্থীরা বাস্তব জীবনেও এর সুফল বয়ে আনে।

আজকের সমাজ মক্তবের গুরুত্ব:
কিন্তু আজকের দিনে কী ঘটছে? আধুনিকতার ছোঁয়ায় আমরা যেন সেই মূল্যবোধ হারিয়ে ফেলছি। ফজরের আজান শোনার মতো অনেক মায়ের কানেই হয়তো আর শব্দ পৌঁছায় না। অনেক সন্তান জানেই না মক্তব কী! কিন্তু আদর্শ সন্তান গড়ে তুলতে হলে মক্তবের শিক্ষার কোনো বিকল্প নেই। মায়েরাই সন্তানের প্রধান শিক্ষক। তাই মা যদি নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে পারেন, সন্তানও সেই আদর্শ দেখে শেখে।

শেষ কথাঃ আমাদের মক্তব ছিল আমাদের রঙিন শৈশবের এক টুকরো স্বর্গ।সেখানে শীতের সকালে দৌড়ে দৌড়ে মসজিদে যাওয়া ছিল আনন্দ।সেখানে আমরা শিখেছিলাম নৈতিকতা, সততা, পরিশ্রম ও দায়িত্ববোধ।

সভ্যতা যতই উন্নত হোক, মক্তবের শিক্ষা ছাড়া আদর্শ মানুষ গড়া সম্ভব নয়।কারণ, মক্তবই আদর্শ মানুষ তৈরির সূতিকাগার ও জ্ঞানের প্রথম দরজা।

লেখক: মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)
শিক্ষার্থী, সাংবাদিক ও সংগঠক
01675785122
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?