ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তালতুলী নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সড়কের পাশে মরদেহ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ আজ বুধবার (১৯ মার্বুচ ২০২৫) বিকেল সারে ৫টায় মহাসড়কের তালতুলী নামকস্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানার ওসি সো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।
পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অজ্ঞাত লাশ উদ্ধার
- আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৬:৪৩:৪১ অপরাহ্ন
