"দাউদকান্দির গৌরীপুর-হোমনা সড়কের তিতাসের জিয়ারকান্দিতে অবস্থিত মোহন জেনারেল হাসপাতালে দুর্বৃত্তের হামলা ও ভাংচুরের ঘটনায় তিতাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকাল সারে ৪টায় একজন যুবক হাসপাতালে এসে চিকিৎসা নিবে বলে সিরিয়াল ভেঙ্গে আগে যেতে চায়। তাকে সিরিয়ালে আসতে বলায় সে রেগে চলে যায়।
পরক্ষনেই ১০/১৫ জনের একটি দল নিয়ে এসে হাসপাতালের চেয়ার টেবিল ভাংচুরসহ স্টাফ ও নার্সদের মারধর করে দ্রুত চলে যায়। এতে হাসপাতালের স্টাফ, নার্স ও চিকিৎসক রুগীরা আতঙ্কিত হয়।
এ বিষয়ে মোহন জেনারেল হাসপাতালের মালিক আলাউদ্দিন সরকার বলেন, একজন যুবক চিকিৎসার নামে হাসপাতালে এসে সিরিয়াল ভেঙ্গে আসতে চাইলে আমার স্টাফ তাকে সিরিয়ালে আসতে বলায় সে বাহিরে গিয়ে ১০/১৫ জনের একটি দল নিয়ে এসে হাসপাতালে ভাংচুর চালায়।
আমার নার্স ও স্টাফদের মারধর করে। আমি এগিয়ে গেলে আমার উপরেও হামলা করে। তারা আমার ক্যাশে থাকা দুই লাখ টাকা নগদ ও ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ মোট ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে।
তিতাস থানার ওসি মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
পিকে/এসপি
মোহন জেনারেল হাসপাতালে দুর্বৃত্তের হামলা ও ভাংচুরের অভিযোগ
- আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৫:৪৮:৫৪ অপরাহ্ন
