রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন কাঙ্ক্ষিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত কৃষক

দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন  কাঙ্ক্ষিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত কৃষক
"অনুকূল আবহাওয়া, পোকামাকড় ও রোগ বালাই কম ও স্থানীয় জাতের বীজ ও জৈব সার ব্যবহারের ফলে গাছ ও লতাগুলো বেশ মোটা তাজা হয়েছে। যারফলে, অন্য কয়েক বছরের তুলনায় ফলন হয়েছে ভালো। বাঙ্গির আকার তুলনামূলক বড়।

বাজারেও বেশ চাহিদা রয়েছে। প্রত্যাশিত মূল্য পেয়ে উচ্ছ্বাসিত এখানকার বাঙ্গি চাষিরা। তাইতো, ঘরের গৃহিণী ও শিশুরাও আনন্দে জমি থেকে বাঙ্গি সংগ্রহ করছে। স্বাদে অতুলনীয় এখানকার বাঙ্গি নেওয়ার জন্য মাঠে ঘুরছে বিভিন্ন বাজারের পাইকিরা ব্যবসায়ীরা। এমন চিত্র দেখা গেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের বাঙ্গির মাঠে।

জানা যায়, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে প্রায় দুই শত বছর ধরে বাঙ্গি ও তরমুজের চাষ করে আসছে স্থানীয়রা। বংশ পরাম্পরায় এখনও চাষ করে আসছে তাদের ঐতিহ্যের ফসল বাঙ্গি।

তরমুজের ফলন আগের মতো না হওয়ায়। মুখ ফিরিয়েছে কৃষকরা। তবে, এ বছর বাঙ্গির ভালো ফলনে উচ্ছ্বসিত কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ হেক্টর জমিতে বাঙ্গির চাষ করা হয়েছে যার অধিকাংশই ভেলানগর মাঠে।

বেলানগর গ্রামের বাঙ্গি চাষী পারভীন বেগম (৩৭) বলেন, ৯০ শতক জমির মধ্যে বাঙ্গির চাষ করেছি। আমার খরর্চ হয়েছে ১৫ হাজার টাকা। আজকে প্রথম আমার জমি থেকে ১১৭টি বাঙ্গি পাইকারী ১৩হাজার টাকা বিক্রি করতে পেরেছি। সামনে ২০- ৩০ হাজার টাকা বিক্রি করতে পারবো। ভালো মূল্য পেয়েছি, আমি অনেক খুশি।

আশোক মোল্লা, সাদিম মোল্লা বলেন, আমাদের বাপ দাদারা বাঙ্গি চাষ করে আসছে বহু বছর আগ থেকে। আমরাও করছি। এই বছর ভালো ফলন হইছে। বাজারে চাহিদা রয়েছে। তাই ভালো দামে বিক্রি করছি।

আবুতাহের মোল্লা বলেন, শনিবার থেকে জমি হতে বাঙ্গি কাটা শুরু করছি। প্রথম কাটায় ১৪০থেকে ১৫০টাকা, দ্বিতীয় কাটায় ১২০, তৃতীয় কাটায় ১০০ থেকে ১২০ টাকা মূল্যে প্রতি পিচ বাঙ্গি বিক্রি করছি। পাইকারী ব্যবসায়ী মো. মিন্টু মিয়া বলেন, আমি ৩০ বছর ধরে বাঙ্গির ব্যবসা করি। এখান থেকে ৫ থেকে ৬ কেজী ওজনের প্রতি পিছ ২০০ টাকায় কিনে, ২৫০ টাকা, ৩ থেকে ৪ কেজি ১২০ টাকায় কিনে ১৫০-২০০ টাকা ও ২ থেকে ৩ কেজি ওজনের বাঙ্গি ১০০টাকায় কিনে খুচরা বাজারে ১২০/১৩০ টাকায় বিক্রি করছি। রাজধানীর যাত্রাবাড়ী, কাওরান বাজার, কুমিল্লা ও দাউদকান্দির বিভিন্ন বাজারে নিয়ে যাই।

আরেক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, এবছর বাঙ্গির সাইজ ভালো হয়েছে। এখানকার বাঙ্গি সুস্বাদু। বাজারে চাহিদা ভালো।

কৃষিতে দুইবার জাতীয় পুরস্কার প্রাপ্ত, এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মতিন সৈকত বলেন 'বাঙ্গি শরীরের তাপমাত্রা ঠিক রাখে, পানির ঘাটতি পূরণ করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি আছে। শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। বাঙ্গিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্টের এবং ডায়াবেটিস রোগীদের জন্য বাঙ্গি উপকারী। শারিরিক অবসাদ দূর করতে মানসিক প্রশান্তি আনতেও বাঙ্গি সহায়ক'।

উপসহকারী কৃষিকর্মকর্তা মো. জাবিহ উল্লাহ বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় পোকামাকড় ও রোগ বালাই কম ছিলো। স্থানীয় জাতের বীজ ও জৈব সার ব্যবহারের ফলে ভালো ফলন হয়েছে। এবং তুলনামূলক আকার বড় হয়েছে। কৃষি অফিস সার্বক্ষণিক তদারকিতে ছিলো।

পিকে/এসপি
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?