ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১০কেজী গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই মো. মহসীন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামকস্থানে বিশেষ চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী চালিয়ে ১০কেজী গাঁজা উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম সেনপাড়া গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে কাকন গাজী (৫৩) অপরজন একই জেলার সোনাডাঙ্গা উপজেলার নবপল্লী গ্রামের আলি মিয়ার ছেলে নূর মোহাম্মদ আরিফ (২২)।
পিকে/এসপি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১০কেজী গাঁজাসহ গ্রেফতার দুই
- আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৬:২৬:৪৫ অপরাহ্ন
