"আক্কাছ মিয়া। বয়স ষাট বছর। পেশায় একজন রিকশা চালক। আয়ের একমাত্র মাধ্যম রিকশা। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে চলতো সংসারের যাবতীয় খরর্চ। গেল মাসে দুর্বৃত্তরা আক্কাছ মিয়ার রিকশাটি চুরি করে নিয়ে যায়। তারপর থেকে সে মানষিকভাবে ভিষন ভেঙ্গে পরে। অভাবেই কাটতে থাকে তার দিনকাল।
বলছি, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা আক্কাছ মিয়ার কথা। ইলিয়টগঞ্জ অঞ্চলে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চলতো আক্কাছ মিয়ার। রুটি-রুজি উপার্জনের একমাত্র মাধ্যম রিকশাটি চুরি হওয়ার পর থেকে একরকম মানষিক কষ্টে কাটছে আক্কাছ মিয়ার দিনাতিপাত।
তার এই খবর পায় "বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনটি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। সোমবার ৩ মার্চ সংগঠনটির মাধ্যমে আক্কাছ মিয়াকে একটি রিকশা কিনে দেয়া হয়। এটা পেয়ে আক্কাছ মিয়া যেন প্রাণ ফিরে পায়। উচ্ছ্বসিত হয়ে আবার সড়কে নামেন রুটি রুজির তাগিদে।
আক্কাছ মিয়া বলেন, রিকশাটি চুরি করে নিয়া যাওয়ার পর আমি সংসার চালাইতে কষ্ট পাইতাছিলাম। তখন ভাড়া কইরা একটা রিকশা চালাইয়া কোন রকমে সংসার চলতাছিলো। এরপরে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্যরা একটা রিকশা কিন্না দেওয়ায় খুশি হইলাম।
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান বলেন, আমরা আক্কাছ মিয়ার বিষয়টি জানতে পাই। পরে, ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন একেএম নাসির উদ্দিন মোহন এমজেএফ এর সহযোগিতায় আমরা একটি অটোরিকশা কিনে দেই। রিকশা পেয়ে অসম্ভব রকমের খুশি হয় এই সহজ সরল মানুষটি। আমরা এটা করতে পেরে আনন্দিত।
পিকে/এসপি