চলছে পবিত্র রমজান মাস। হৈ হৈ করে বাড়েছ দ্রব্যমূল্যের বাজার। এদিকে দ্রব্যমূল্যের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন। দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার পরিদর্শন করা হয়।
আজ (৩ মার্চ ২০২৫) সোমবার বিকেলে দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ানুল ইসলাম দাউদকান্দি পৌর বাজার পরিদর্শন করেন।
এসময় মাছ, মাংস, তৈল, মুদি, তরকারি, চাউল বাজারসহ অন্যান্য নিত্যপন্যের দোকান যান এবং অতিরিক্ত মূল্য রাখায় দুটি দোকানকে দের হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গেল দুই দিনেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
পিকে/এসপি
দাউদকান্দিতে প্রশাসনের বাজার পরিদর্শন অতিরিক্ত মূল্যরাখায় জরিমান
- আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৫:৩৮:০৯ অপরাহ্ন
