ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামক স্থানে চট্টগ্রাম মুখী লেনে ছিনতাই করার সময়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নূরুল আবছার জানান, শুক্রবার গভীররাতে হাইওয়ে থানার এসআই ফারুক ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় ছিলেন। এমন সময় বলদাখাল খিলাইল ফ্যাক্টরির সামনে একটি মোটর সাইকেলের গতিরোধ করে।
৩ জন ছিনতাইকারী হাতে ছোরা নিয়ে ছিনতাইয়ের চেষ্টা কালে যাত্রীদের আত্মচিৎকার চেঁচামেচি শুনিয়া পুলিশেল টহল টিম এগিয়ে গেলে ৩ ছিনতাইকারী পালানোর সময় ছোরাসহ একজনকে আটক করতে পারলেও অপর দুইজন দৌড়িয়ে পালিয়ে যায়।
আটককৃত হলেন, দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দী গ্রামের আক্তারের ছেলে মোঃ আনন্দ (১৮)।
পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের সময় ১জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ
- আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১২:২৯:৫৬ পূর্বাহ্ন
