শাহবাজ খান মাশফি, ঢাকা: ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার মরহুম খান বাহাদুর মেজবাহ্উদ্দিন আহম্মেদ খানের (আব্দু মিয়া) জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট সমাজ সেবক, ফুলদী বাজার, জনতা উচ্চ বিদ্যালয় ও ফুলদী জি.এস দাখিল মাদ্রাসাসহ
বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খানের পিতা, শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ৩২তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাষ্ট ও পরিবারবর্গ পবিত্র কোরআনখানি, কবর জিয়ারত ও বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উক্ত অনুষ্ঠানে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এলাকায় পৃথক পৃথক দোয়া মাহফিলের আয়োজন করবে।
পিকে/এসপি