শুক্রবার, ২৩ মে ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৩ মে ২০২৫ ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ "স্ত্রী থেকে স্বামী কতদিন দূরে থাকতে পারে? অসহায় দুই রোগীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা প্রদান গজারিয়ায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত দাউদকান্দি থানা ভবনের ছাদ ধসে কনেস্টেবল গুরুতর আহত || ভবন ঝুঁকিপূর্ন ঘোষণায় আতঙ্কিত পুলিশ মাটি খাচ্ছে কোটি টাকার সম্পদ রাজস্ব হারাচ্ছে সরকার দাউদকান্দির কাটারাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার দাউদকান্দি পৌরসভার প্রথম মেয়র মরহুম নাছির উদ্দীন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত দাউদকান্দি আইডিয়াল স্কুলে ক্রীড়া সংস্কৃতির পুরস্কার ও সনদ বিতরণ জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি প্রায় ২১ লাখ টাকাসহ মালামাল লুট | পিকাপসহ লুন্ঠিত মালামাল উদ্ধার সুস্থ অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় পড়া যাবে? ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করলো পাকিস্তান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই তরুণী আটক দাউদকান্দিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ কবি রেবেকা রেবা'র নতুন কবিতা "নীলাভ ভালোবাসা

গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
মেলায় এসেছে গাজী মুনছুর আজিজের ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। বইটির প্রকাশনা উৎসব রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মেলায় প্রান্ত প্রকাশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবার এভারেস্টজয়ী বাংলাদেশি এম এ মুহিত।

সাংবাদিক-গবেষক ড. কাজল রশীদ শাহীনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণ বাংলাদেশের সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনা। আরও উপস্থিত ছিলেন কবি আল মামুন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম মিজান ও সাংবাদিক শরীফ প্রধান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকাশক আমিনুর রহমান। লেখক পাখি দেখতে দেশের বিভিন্ন উপকূল, হাওর, বন-বাদাড় ঘুরেছেন। সেই বর্ণনা তুলে ধরেছেন বইটিতে। এ ছাড়া লেখক বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের সঙ্গে পাখি দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে।

বার্ড ক্লাব উপকূল, হাওরসহ বিভিন্ন জলাশয়ে জলচর পাখিশুমারি, পাখির পায়ে রিং পরানো, পাখির পাখায় স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন, পাখিমেলা, পাখির আলোকচিত্র প্রদর্শনীসহ পাখিবিষয়ক বিভিন্ন গবেষণা করে থাকে। আর বার্ড ক্লাবের সদস্য হিসেবে লেখক এসব কার্যক্রসের সঙ্গে সম্পৃক্ত।

ফলে পাখিবিষয়ক নানা তথ্য উঠে এসেছে বইটিতে। পাশাপাশি স্থানীয় খাবার, লোকজ সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের বর্ণনাও রয়েছে। মূলত বাংলাদেশে আবাসিক ও পরিযায়ী মিলিয়ে প্রায় ৭৩০ প্রজাতির পাখির বসবাস। ৩৩০ প্রজাতি আবাসিক। বাকিগুলো পরিযায়ী।

তবে সব পাখি সব সময় সব স্থানে বসবাস করে না। বরং নির্দিষ্ট পাখি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই বসবাস করে। ফলে লেখকও বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পাখির খোঁজে ছুটেছেন। এসব গল্পই পাঠকের সামনে হাজির করেছেন লেখক। গল্পের পাশাপাশি পাখিসহ বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে বইটিতে।

লেখক-গবেষক গাজী মুনছুর আজিজের নেশা ভ্রমণ। ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঘুরতে গিয়ে সেখানকার নদীর পানিতে শরীর ভেজানো তার আরেক নেশা। মাঝেমধ্যে বের হন সাইকেল অভিযানে। দেশের বাইরেও যান। লেখালেখি করছেন ভ্রমণ, পাখি-প্রকৃতি, লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও খাবার নিয়ে।

তার উল্লেখযোগ্য বই : রূপসী বাংলার রূপের খোঁজে; ভ্রমণের দিন; বাংলাদেশ ভ্রমণসঙ্গী; ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ; অনন্য আরব; পজিটিভ বাংলাদেশ; ফাদার মারিনো রিগন; ৭১-এর খণ্ডচিত্র; অজানা অজন্তা; হজ ও ওমরাহ গাইড; নান্দনিক নেপাল। সম্পাদনা করছেন ছড়াবিষয়ক ম্যাগাজিন ‘ঈদ উৎসব’।

এভারেস্টজয়ী প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে প্রতি বছর কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি একক ম্যারাথন করেন। যুক্ত আছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে। ২০০১ সালে তিনি চাঁদপুরে প্রতিষ্ঠা করেন মুনছুর গাজী ফাউন্ডেশন। এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, বই বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, পাঠাগার পরিচালনা, ইলিশ আড্ডাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

বইটি পাওয়া যাবে প্রান্ত প্রকাশনের ৭৪৯-৭৫০ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। দাম ২৫০ টাকা।

পিকে/এসপি
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ