রাষ্ট্র বিনির্মাণ ও অর্থনৈতিক উন্নয়নে মাতৃভাষার প্রয়োগ অনস্বীকার্য। তবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অন্যসব ভাষার প্রতিও সম্মানবোধ থাকা বাঞ্ছনীয় বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক ও গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।
মাদকবিরোধী সামাজিক সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রফেসর ড. আনিসুজ্জামান আরো বলেন, সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার-সুশাসন প্রতিষ্ঠিত হলে, রাষ্ট্র থেকে দুর্নীতি, অব্যবস্থাপনাও দূর করা সম্ভব। এসময় তিনি বিভিন্ন দেশের ভাষা চর্চা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা, বাংলার বীর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজিউন সালমা লাবনী, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দেশ বিনির্মাণে আত্মনিয়োগের ঘোষণা দেন।
এসময় বক্তারা মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েক জন ব্যক্তির হাতে 'বাংলার বীর একুশে সম্মাননা' ২০২৫ তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. আনিসুজ্জামান।
পিকে/এসপি।
ন্যায়বিচার-সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব: ড. আনিসুজ্জামান
- আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০২:১০:৪৯ অপরাহ্ন
