"ইংরেজী নববর্ষ -২০২৫ উপলক্ষে গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কেটে নতুন বছর বরণ করলো আইএফআইসি ব্যাংক দাউদকান্দির গৌরীপুর শাখা।
আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকাল থেকে ব্যাংক কার্যালয়ে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংক গৌরীপুর শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মো. মাজহারুল ইসলাম সরকার ও আলাউদ্দিন সরকার। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, অতিথিগণ উপস্থিত ছিলেন।
পিকে/এসপি।