রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান
দাউদকান্দি শহীদ রিফাত শিশুপার্কে

নান্দনিক স্তম্ভ "আল্লাহ টাওয়ার" দেখতে দর্শনার্থীদের ভির | প্রধান খবর

নান্দনিক স্তম্ভ "আল্লাহ টাওয়ার" দেখতে দর্শনার্থীদের ভির | প্রধান খবর
"পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পার্ক, পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও হোটেল মোটেল। অবসর সময় ও অবকাশ যাপনের জন্য মানুষ অধিক পরিমানে গমন করছে এসকল স্থানে।

আর এসব স্থানে ঘটছে, অপ্রীতকর ঘটনা, নগ্নতা, নোংরামি, অশ্লীলতা, যৌন হয়রানি, চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। বর্তমানে পরিবারের সকল সদস্য নিয়ে পার্কে যাওয়া অসম্ভব। কারন, অশ্লীলতা ও সামাজিক অভক্ষয় অধিক হারে বেড়ে গেছে। কিন্তু এর উল্টো শহীদ রিফাত শিশুপার্ক।

সেখানে যে কোন বয়সের মানুষ প্রাণ খুলে হাটা-চলা করতে পারছেন। ইচ্ছেমতে ছবি তুলতে পারে। ঘন্টারপর ঘন্টা সময়ধরে গল্প ও সময় কাটাচ্ছে নিঃসংকোচে। কোন ধরণের অশ্লিলতা নেই বললেই চলে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌরসদরে অবস্থিত উপজেলাবাসীর বিনোদন ও একটু অবসর সময় কাটানোর একমাত্র স্থান। ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিফাতের নামে নামকরণকৃত "শহীদ রিফাত শিশুপার্ক।

দাউদকান্দি মডেল থানার সামনে অবস্থিত সবার জন্য উন্মুক্ত এই পার্কে রয়েছে, নান্দনিক নাম ফলক, প্রবেশ করতেই চোখে পড়বে আল্লাহর ৯৯ নাম খচিত আল্লাহ টাওয়ার। দর্শনার্থীদের জন্য রয়েছে, সুপেয় পানি। আধুনিক সৌচাগার, অজু ও নামাজের স্থান।

এছাড়া ভাইরাল ছবি তোলার জন্য "আই লাভ মুহাম্মদ (সা.), "আই লাভ দাউদকান্দি, নির্মাণাধীন পাঠাগার, স্টিট লাইব্রেরী, মৃত ব্যক্তির জানাযার নামাজের জন্য নির্ধারীতস্থান, ওয়ার্কওয়ে, বড় বড় নারিকেল গাছ, সুপরিকল্পিত সুপারি বাগান, ফুল ও পাতাবাহারি গাছ। বাচ্চাদের জন্য রয়েছে, দোলনাসহ নানান খেলাধূলার আইটেম, বেডমিন্টন- ভলিবল খেলার মাঠ ও সারিবদ্ধ ফোচকা-চটপটির দোকান।

পার্কের একপাশে নির্মান করা হয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ বাবুর নামে "শহীদ বাবু মুক্ত মঞ্চ। এছাড়াও দর্শনার্থীদের অধিক নিরাপত্তার জন্য পুরো পার্কটিকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। গোমতী নদীর তীর ঘেসা। উপজেলার প্রাণকেন্দ্রে জ্বলজ্বল করছে মহান আল্লাহর ৯৯টি নামের একমাত্র ভাস্কর্যটি।

৩০ ফুট উচ্চতার এই স্তম্ভটিতে সর্বউপরে আল্লাহর নাম এর নিচে একটি ঘড়ি। তারপর নীচে সারিবদ্ধ ভাবে টাইলসে লিপিবদ্ধ স্তম্ভের চারিপাশে বসানো হয়েছে মহান আল্লাহর ৯৯টি নাম। আরবী হরফের পাশাপাশি বাংলা উচ্চারন ও অনুবাদ রয়েছে। এছাড়াও ৩০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন স্তম্ভের চূড়ায় বসানো হয়েছে ৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইট। চর্তুরদিকে রয়েছে বিভিন্ন রংয়ের লাইট। নীচের গোলাকার বৃত্তের রয়েছে ঝর্ণা, ফুয়ারা ও ফুল বাগান। যা এর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে।

সরেজমিনে, দাউদকান্দি পৌরসদরের শহীদ রিফাত শিশুপার্কে গিয়ে দেখা গেছে, আল্লাহর ৯৯ নামসহ স্তম্ভটি দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভির দেখা গেছে। অন্যান্য স্থাপনা থাকলেও আল্লাহ টাওয়ারটিই প্রধান আকর্ষন। নানান রংয়ের বৈদ্যুতিক লাইটের আলোকসজ্জায় সাজানো ভাস্কর্যটি সন্ধ্যার পর বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করে।

এছাড়াও সন্ধ্যার পর থেকে প্রধান ফটকের উপরে এলইডি স্কিন মনিটরের মাধ্যমে উপজেলার ঐতিহ্যবাহী স্থান, সচেতনতা বর্তা ও বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয়। বিকেলের অবসরে উপজেলাবাসীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরা এর সৌন্দর্য ও স্থাপত্য উপভোগ করে। আর এই সকল উন্নয়ন কাজ করা হয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন "মানবিক দাউদকান্দি সংগঠনের তত্বাবধানে।

পার্কে আগত দর্শনার্থী হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফারিয়া আক্তার ও মেহেরুননেছা মীম বলেন, আজ কলেজ বন্ধ বন্ধুদের সাথে ঘুরতে আসছি। এখানে আসলে ভালো লাগে। অশ্লীলতা মুক্ত নিরাপদ একটি যায়গা। ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, সানজিদা ইসলাম, তিথি, অধরা ও সাবিহা বলেন, এখানে আমরা প্রথম আসলাম। ভালো লেগেছে।

মানবিক দাউদকান্দি সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক রুবেল বলেন, পার্ক মানেই প্রশান্তিময় যায়গা। এই কথার যথার্থতাই তুলে ধরার চেস্টা করছি বিভিন্ন স্থাপনার মাধ্যমে। আগামী প্রজন্মকে মাদক, অশ্লীলতা ও বেহায়পনার বিপরীতে ধর্মের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছি আমরা। এখানে কোন ধরণের অশ্লীলতার স্থান নেই। সকল বয়সের মানুষের জন্য ভালোলাগার একটা যায়গা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মানবিক দাউদকান্দি সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন (সুমন) বলেন, ৫ আগস্টের পর। উপজেলাবাসীর একমাত্র বিনোদন কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ গ্রহন করি। আন্দোলনে নিহত দুই শহীদের স্মৃতি তুলে ধরতে এবং তাদের স্মরণীয় রাখতে প্রথম শহীদ রিফাতের নামে পার্কটি নামকরণ করি এবং দ্বিতীয় শহীদ বাবুর নামে "শহীদ বাবু মুক্ত মঞ্চ নির্মান করা হয়। সকল ধরণের নোংরামি ও অশ্লীলতা মুক্ত পার্কটিতে সকল বয়স ও শ্রেনী পেশার মানুষ অবাধে প্রবেশ করতে পারে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, পার্কটি থানার সামনে অবস্থিত। এখানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে আমরা সোচ্চার। এটার পরিবেশ ভালো।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন