আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ ডিসেম্বর ২০২৪) সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সিকদার, সাবিনা ইয়াসমিন। আলোচনা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিকে/এসপি
দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা | প্রধান খবর
- আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:২৫:৩৮ পূর্বাহ্ন
