দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হেলাল ইসহাক বলেন, দৌলতপুর ইউনিয়ন বিএনপিতে অতিউৎসাহী, ও অনুপ্রবেশকারীদের যায়গা নেই।
কেউ যদি মনে করেন এখানে এসে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম করবেন, এমন চিন্তা করে থাকলে দূরে থাকেন। কাওকে ছাড় দেয়া হবেনা। কোন সন্ত্রাসীর স্থান হবেনা দৌলতপুর ইউনিয়ন বিএনপিতে। বিএনপি ভদ্র পরিবারের সংগঠন। এই দলে মন্ধলোক প্রবেশ করার সুযোগ নেই।
শুক্রুবার (৬ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় ওই ইউনিয়নের কাউয়াদি ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত নবগঠিত দৌলতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে। দলের উন্নয়নে শতভাগ কাজ করার চেস্টা করবো। এরপরেও কোন ভুল হলে আপনারা আমাদেরকে শতর্ক করবেন। কারন, মানুষ ভুলের উদ্ধে নয়। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। দলিয় সকল কর্মসূচিতে অংশগ্রহন করবেন।
আমাদের অভিভাবক ড. মোশাররফ হোসেন স্যার ও ওনার সুযোগ্য সন্তান ড. খন্দকার মারুফ হোসেনের হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে সকলে কাজ করতে হবে।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিঞা মো. শফিকুল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচীব শফিকুল ইসলাম মাস্টার, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান খন্দকার অনিক।
উত্তর জেলা যুবদলের কোষাধ্যক্ষ হোসাইন আহাম্মেদ বেপারী, ছাত্রদলনেতা নাছির উদ্দিন। সভাটি পরিচালনা করেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফুল ইসলাম লাল। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলো। এসময় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
পিকে/এসপি।