"জ্ঞান চর্চার ক্ষেত্রে মাতৃভাষা বিদেশী ভাষার চেয়ে উত্তম -এই বিষয়ের উপর ৪র্থ বাংলা ও ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দির আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ওই স্কুলের ৪টি দল অংশগ্রহন করেন। প্রতিযোগিরা হলেন, মাইনুর রহমান, মৌমিতা হক, আয়েশা হক, সাদিয়া আজার, আফরোজ কবির, কাসফিয়া তাবাসসুম ইবরা, নৌসিবা ইসলাম, হেনান আক্তার, ফাতিহা আক্তার ও আফরিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, মোহাম্মদ হারুন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবিট ক্লাবের সাবেক সেক্রেটারী অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামিল, কুমিল্লা ডিবেটিং সোসাটির সহসভাপতি ফাতেমা তুজ জোহরা মীম।
বিতর্ক শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক নজরুল ইসলাম ও ভাইস প্রিন্সিপাল মো. মাজহারুল ইসলাম হানিফ।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
পিকে/এসপি
আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | প্রধান খবর
- আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৬:৩১:৪৫ অপরাহ্ন